ডিসক্লেইমার | Disclaimer

ব্যাংকিং আইকিউ FinSight Network-এর একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম, যা ব্যাংকিং, ফিনটেক, ক্রেডিট কার্ড, ঋণ, ডিজিটাল ব্যাংকিংসহ আর্থিক প্রযুক্তি বিষয়ক বিশ্লেষণ, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর্থিক বিষয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সহজবোধ্য তথ্যভান্ডার তৈরি করা।

তথ্য সংগ্রহের উৎস

আমরা আমাদের কনটেন্ট তৈরির জন্য বিভিন্ন বিশ্বস্ত ও প্রামাণ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো — দেশীয় ও আন্তর্জাতিক প্রিন্ট ও টেলিভিশন মিডিয়া, যেখানে ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত সাম্প্রতিক সংবাদ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশিত হয়।

এছাড়াও আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক ট্রেন্ড এবং বাজার বিশ্লেষণ সংগ্রহ করি।

আমাদের কনটেন্টে ব্যবহৃত তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তাদের অফারকৃত প্রোডাক্ট, চার্জ, পলিসি ও অন্যান্য সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

এর পাশাপাশি, আমরা বাংলাদেশ ব্যাংক, নির্দেশক সংস্থা (Regulatory Authority) যেমন—বিএসইসি, এনবিআর, পেমেন্ট গেটওয়ে অথরিটি ইত্যাদির প্রকাশিত প্রতিবেদন ও নির্দেশনাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

তদ্ব্যতীত, আমরা দেশি ও বিদেশি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক থিঙ্কট্যাঙ্কের প্রকাশিত গবেষণা, ওয়েবসাইট ও প্রকাশনা থেকেও বিশ্লেষণধর্মী তথ্য সংগ্রহ করে তা ব্যবহারকারীদের উপযোগী করে উপস্থাপন করি।

ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ফিল্ড ইনসাইট

আমাদের অন্যতম শক্তিশালী দিক হলো—ব্যাংকিং ও আর্থিক খাতের ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা ও ক্ষেত্রভিত্তিক কর্মকর্তাদের মতামত সংগ্রহ।

অনেক ব্যবহারকারী ও ব্যাংক কর্মী স্বেচ্ছায় আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকেন। এই সব ইনসাইট আমাদের কনটেন্টকে বাস্তবসম্মত এবং পাঠকের সঙ্গে সম্পর্কযুক্ত করে তোলে।

তবে, এসব মতামত একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আমরা সেগুলোর জন্য আইনি দায়ভার গ্রহণ করি না।

নিরপেক্ষতা ও প্রমোশন নীতি

ব্যাংকিং আইকিউ কারো প্রতি পক্ষপাতদুষ্ট নয়। আমরা কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা পণ্যকে অপ্রাসঙ্গিকভাবে প্রচার করি না কিংবা হেয় প্রতিপন্ন করি না।

আমরা শুধুমাত্র সেইসব বিষয়ের উপর আলোকপাত করি, যেগুলো ব্যবহারকারীর আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে।

আমাদের সকল পর্যালোচনা ও বিশ্লেষণ নিরপেক্ষ, তথ্যনির্ভর এবং ব্যবহারকারীর বাস্তব প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়।

গবেষণা ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম

আমরা কোন নিউজ পোর্টাল নই। আমাদের কোনো রিপোর্টার, সংবাদ প্রতিনিধি বা ব্রেকিং নিউজ সেবা নেই।

আমরা শুধুমাত্র ব্যাংকিং, ফিনটেক এবং আর্থিক সেক্টরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে শিক্ষামূলক ও সহায়ক কনটেন্ট তৈরি করি, যা গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক।

আমাদের সব লেখার উদ্দেশ্য শিক্ষামূলক। এর মাধ্যমে গ্রাহক যেন আর্থিক পরিষেবা বেছে নেওয়ার সময় সুস্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের মূখ্য উদ্দেশ্য।

তথ্যগত ভুল ও আপডেট নীতিমালা

আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেও বলছি, আমাদের কোনো কনটেন্টে তথ্যগত ভুল থাকতে পারে কিংবা সময়ের ব্যবধানে কোনো তথ্য পুরাতন হয়ে যেতে পারে।

যদি কোনো ভুল বা আপডেটযোগ্য তথ্য আপনি লক্ষ্য করেন, আমাদের ইমেইলে জানালে আমরা দ্রুত সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবো।

ব্যবহারকারীর দায়িত্ব ও সম্মতি

ব্যাংকিং আইকিউ ব্যবহারের মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে, এখানে প্রকাশিত সকল তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য এবং কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে নিজ দায়িত্বে যচাই করা উচিত।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষের সাথে লেনদেন করার পূর্বে ব্যবহারকারীর উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা।

Disclaimer

BankingIQ.info is an independent informational blog that shares personal analysis, educational insights, and general knowledge on banking, finance, fintech, and credit card-related topics, with a focus on Bangladesh.

All the information provided on this website is intended for general knowledge and educational purposes only. While we strive to ensure accuracy and regular updates, any decision made based on the information provided is solely at your own risk. BankingIQ.info or its authors shall not be held responsible for any outcomes.

This website may contain third-party links, advertisements, or affiliate links. This site may contain affiliate links. If you click and make a purchase, we may earn a small commission at no additional cost to you. This helps support our work and allows us to continue providing high-quality content. We are committed to full transparency with our readers.

By using this website, you agree to these terms and understand that BankingIQ.info shall not be held liable for any losses, damages, or issues arising from the use of our content or any external links shared on this platform.